শনিবার, ০৯ জুন, ২০১৮, ১০:৪২:৩৯

সৌদি আরবে কাবা শরীফের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা

সৌদি আরবে কাবা শরীফের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক:  সৌদির মক্কা নগরীর পবিত্র কাবা শরীফের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক বিদেশি নাগরিক। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। খবর আরব নিউজ, দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

এ নিয়ে মক্কা পুলিশের এক মুখপাত্র জানান, বিদেশি ওই নাগরিক ৮ জুন শুক্রবার রাত ৯টা ২০ মিনিটের দিকে লাফ দেয়। আর ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে