রবিবার, ১০ জুন, ২০১৮, ০৫:১৪:৪৪

পৃথিবীর বুকে আছড়ে পড়ল উলকা

পৃথিবীর বুকে আছড়ে পড়ল উলকা

আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীর বুকে আছড়ে পড়ল উলকা, ধরা পড়ল ক্যামেরায়। প্রকাশ্যে এল উল্কাপাতের ছবি। দক্ষিণ আফ্রিকার উত্তরে বত্সোয়ানা সীমান্তে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে উল্কাপাতের ছবি। উল্কাটি ZLAF9B2 বলে চিহ্নিত করেছেন গবেষকরা। পৃথিবীর আবহমণ্ডলে প্রবেশের কয়েক ঘণ্টা আগেই চিহ্নিত করা হয়েছিল ছোট্ট এই গ্রহাণুটিকে। 

শনিবার সকালে প্রথম আবিষ্কার করা হয় উল্কাটিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের আ্যারিজোনার মাউন্ট লেমন মানমন্দিরের ৫ ফুট ব্যসের টেলিস্কোপে সেটিকে দেখতে পান অ্যালেক্স গিবস নামে এক গবেষক। গণনা করে জানানো হয়, ইন্দোনেশিয়া থেকে ভারত মহাসাগরের মধ্যে কোনও একটি জায়গায় আবহমণ্ডলে প্রবেশ করতে পারে উল্কাটি। তবে উল্কাটি আকারে এতই ছোট যে তাতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলে আগেই আশ্বস্ত করা হয়েছিল।-জিনিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে