আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যকার বহুল প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হয়ে গেল গত ১২জুন। কিন্তু এর রেশ কাটছে না এখনো। এরই মধ্যে ট্রাম্প-কিমের একটি ছবি নিয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছবিটিতে দেখা যাচ্ছে, এই দুই নেতা একটি সুউচ্চ ভবনের উপরের সুইমিংপুলে অন্তরঙ্গ অবস্থায় জলকেলি করছে।
ছবিটি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এখন প্রশ্ন হলো, ছবিটা কি সত্যি নাকি প্রযুক্তির কারসাজি।
বিশ্লেষকরা বলছেন, বৈঠকস্থান সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের কাপেলা হোটেল ছাড়া ট্রাম্প-কিম অন্য কোথাও মিলিত হননি। আর ছবিতে যে স্থানটি দেখা যাচ্ছে সেটির অবস্থান সেন্তোসা দ্বীপে নয়। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে, ছবিটি প্রযুক্তির কারসাজি ছাড়া আর কিছুই নয়।