আন্তর্জাতিক ডেস্ক: জলের তোড়ে হঠাৎ ভেসে গেল আস্ত ব্রিজ! তবে ভোরের দিকে ঘটনাটি ঘটায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি৷ বুধবার ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার অজয় নদের ওপর জয়দেব ফেরি ঘাটে৷ এই ফেরিঘাট দিয়েই প্রতিদিন বীরভূম-বর্ধমানের হাজার হাজার মানুষ যাতায়াত করেন৷ কারণ, বাঁশের জীর্ণ এই ব্রিজটি দুই জেলার সংযোগকারী হিসেবে কাজ করত৷
বাসিন্দারা জানান, গত দু’দিন ধরে টানা বৃষ্টির জেরে অজয় নদের জল বাড়ছিল৷ তার ওপর মঙ্গলবার রাতে হিংল নদীর ব্যারেজ থেকে জল ছাড়া হয়৷ ফলে জলের তোড়ে ভেসে যায় প্রায় ৩০০ মিটার দীর্ঘ সেতুটি৷ স্থানীয় সূত্রের খবর, বাঁশের অস্থায়ী এই সেতুটি অত্যন্ত নিচু ছিল৷ ফলে সামান্য বৃষ্টিতেই ব্রিজটি জলের তলায় চলে যেত৷
বাসিন্দারা জানান, তবে অস্থায়ী এই ব্রিজের দৌলতে সহজেই বীরভূম ও বর্ধমানের বাসিন্দারা যোযাগোগ রক্ষা করতে পারতেন৷ তাঁদের কথায়, ‘‘প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন৷
দিনের বেলা যদি ব্রিজটি ভেসে যেত, সেক্ষেত্রে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে পারতো৷’’ বাসিন্দাদের দাবি, অবিলম্বে স্থায়ী ব্রিজ গড়তে হবে৷ জলের তোড়ে ব্রিজ ভেসে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ ও প্রশাসনের কর্তারা৷ আপাতত জলের তোড়ে ব্রিজ ভেসে যাওয়ায় বিচ্ছিন্ন দুই জেলার যোগাযোগ ব্যবস্থা৷-কলকাতা২৪