আন্তর্জাতিক ডেস্ক: বহুতল ভবনের ওপর ভেঙে পড়েছে বেসরকারি সংস্থার একটি চার্টার্ড বিমান। এ ঘটনায় এক নারী পাইলটসহ অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও মিররের।
বৃহস্পতিবার এ দুর্ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ঘাটকোপাড় এলাকায়। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে মুম্বাই বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ব্রিগেড।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানায়, চার্টার্ড বিমানটি উত্তরপ্রদেশের সরকারের ছিল। কিন্তু চার বছর আগে এলাহাবাদে একটি দুর্ঘটনার পর রাজ্যসরকার বিমানটি একটি বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে দাউ দাউ করে ছড়িয়েছে আগুন। ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কারণ যে বাড়িতে বিমানটি ভেঙে পড়েছে, সেই বাড়ির বড় একটি অংশ ধসে পড়েছে।
জানা যায়, ১২ আসনবিশিষ্ট VT-UPZ, KING AIR C90 চার্টার্ড বিমানটিতে চারজন যাত্রা করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নারী কো-পাইলটও ছিলেন। এছাড়া একজন পাইলট ও দুজন টেকনিশিয়ানও ছিলেন এ বিমানটিতে।