বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮, ০৯:০৭:৫৫

'আপনিই বলছেন রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়, সে যদি আপনার বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ায়?'

'আপনিই বলছেন রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়, সে যদি আপনার বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ায়?'

আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্বকাপ উন্মাদনা চলছে বিশ্বময়। ঘর থেকে বাহির সবত্র এখন ফুটবলীয় আমেজ। রাশিয়া বিশ্বকাপের সেরা তারকাদের তালিকায় রয়েছে পর্তুগালের রোনালদো।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পর্তুগীজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডে সোসা। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন তিনি।

এসময় বর্তমান ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনা হয় দুই প্রেসিডেন্টের। এসময় সোসা ট্রাম্প কে উদ্দেশ্য করে বলেন, ”শুনেছি আপনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদেমির পুতিনের সঙ্গে ফুটবল নিয়ে আলোচনা করতে চান। আমরাও এবার বিশ্বকাপ জয়ের আশায় আছি। আমাদের দলে বিশ্বের সেরা ফুটবলারটিও রয়েছেন।”

এসময় ট্রাম্প উল্লেখ্য করেন পর্তুগাল ভালো খেলছে এবং সোসা কে প্রশ্ন করেন, ”আচ্ছা রোনালদোকে আপনার কেমন ফুটবলার মনে হয়?”

ট্রাম্পের প্রশ্নের উত্তরে সোসা বলেন, রোনালদো বিশ্বের সেরা ফুটবলার। তার কথা শেষ না হতেই ট্রাম্প রসিকতার ছলে বলেন, আপনিই বলছেন রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়, সে যদি আপনার বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ায়?

এ প্রশ্নে অনেকটা ঘাবড়ে গেছিলেন সোসা। তিনি এসময় বলেন, ”আমাদের দেশটা আপনাদের মতো নয়। এখানে সবাই ভোটে জেতেন না। রোনালদোও জিতবেন না। সেটা হয়তো আপনিও জানেন। ”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে