শুক্রবার, ২৯ জুন, ২০১৮, ০১:১৪:১৭

যুক্তরাষ্ট্রে সংবাদপত্র ভবনে হামলা, নিহত ৫

যুক্তরাষ্ট্রে সংবাদপত্র ভবনে হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি সংবাদপত্র ভবনে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যানাপোলিস শহরের ক্যাপিটাল গেজেট নামক সংবাদপত্রের ভবনে এ হামলার ঘটনা ঘটে।

সংবাদপত্রটির রিপোর্টার অ্যালিসন পার্কার এবং আলোকচিত্রী অ্যাডাম ওয়ার্ড এ ঘটনায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবেশপথের দরজায় গুলি করে হামলাকারী বার্তাকক্ষে প্রবেশ করেন এবং গুলি চালান।

সম্প্রতি পত্রিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংস হামলার হুমকি পেয়েছিল।  পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক শ্বেতাঙ্গ তরুণকে আটক করেছে তারা।

আন অরুন্ডেল কাউন্টি পুলিশের উপপ্রধান উইলিয়াম ক্যাম্পফে বলেন, ‘আমরা বিস্ফোরকসদৃশ একটি বস্তু পেয়েছি। বস্তুটি ধ্বংস করে ফেলা হয়েছে।’ ভবনটি থেকে ১৭০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে