আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের সময়ে প্রত্যেক বাড়িতেই চলে হই-হুল্লোড়, থাকে অতিথি সমাগম। কখনও কখনও এই হই-হুল্লোড়ের মাঝেও অনেক অবাঞ্চিত ঘটনা ঘটে থাকে। তবে লোকলজ্জার ভয়ে চুপ করে থাকে পাত্র-পাত্রীপক্ষ। কিন্তু এখন সময় অনেক বদলেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও সেই কথাই বলছে।ঘটনার সূত্রপাত মালা বদলকে ঘিরে। ভিডিওটিতে দেখা যায় মালা বদলের সময় পাত্রের পরিজনেরা মজা করে পাত্রকে কাঁধে চড়িয়ে নেন। কম যান না পাত্রীপক্ষও। তাঁদের মধ্যে থেকেও একজন এসে পাত্রীকে উপরের দিকে তুলে ধরেন। কিন্তু এর পরেই ঘটে বিপত্তি। মালা বদলের পরেই যিনি তাঁকে কোলে নিয়েছিলেন, তাঁকে চড় মেরে বসলেন পাত্রী স্বয়ং। ওই ব্যক্তি অশালীন ভাবে পাত্রীর শরীর স্পর্শ করেছিলেন। এই জন্যই পাত্রী সপাটে চড় মেরে বসেন তাঁকে।
তবে বিষয়টি এখানেই থেমে যায়নি। এর পরেই অপমানের জেরে ওই ব্যক্তি পাশে থাকা আর এক মহিলাকে চড় মেরে চলে যান। নববধূর এমন অগ্নিশর্মা রূপ দেখে পাশে দাঁড়িয়ে তখন ঢোঁক গিলছে পাত্র।
গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। তবে ঘটনাটি কোথাকার তা এখনও জানা যায়নি। নেটিজেনরা ভিডিওটি নিয়ে ঠাট্টা-মস্করায় মেতেছেন।