বৃহস্পতিবার, ০৫ জুলাই, ২০১৮, ১২:১১:৩৭

প্রায় তিন বছর পর দেশে ফিরছেন জাকির নায়েক!

প্রায় তিন বছর পর দেশে ফিরছেন জাকির নায়েক!

আন্তর্জাতিক ডেস্ক: নানা অভিযোগের মুখে ভারতে ফিরতে চলেছেন জাকির নায়েক। মালয়েশিয়া প্রশাসন সূত্রে এমন খবর পাওয়া গেছে বলে জানাচ্ছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। বুধবার এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার রাতেই মালয়েশিয়া থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে জাকির নায়েক। মালয়েশিয়ার এক প্রশাসনিক কর্তা বলেছেন, ‘মঙ্গলবার রাতেই আমাদের দেশ ছাড়ার কথা জাকির নায়েকের। মালয়েশিয়া থেকে সে নিজের দেশ ভারতেই যাবে বলেই আমরা মনে করছি।’

৫২ বছর বয়সী জাকির নায়েকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ধর্ম প্রচারের নামে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যেও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে জাকিরের বিরুদ্ধে।
তার দেয়া বিভিন্ন বক্তব্যেও প্রকাশ পায় উগ্রবাদ। পেশায় চিকিৎসক হলেও সমকামীদের প্রাণে মেরে ফেলার কথা বলেছিল জাকির নায়েক।
একটি প্রচারসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেছিরেন, ‘ওসামা বিন লাদেন আমেরিকার সন্ত্রাস করেছিল। সে একজন বড় সন্ত্রাসবাদী। আমি তার পাশে আছি।

জাকির নায়েক একটি টিভি চ্যানেল চালাত। যেখানে তার বক্তব্য প্রচার করা হতো। ২০১৬ সালে ঢাকার গুলশনে জঙ্গি হামলায় ২২ জনের প্রাণ যায়। সেই হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়েছিল বলে উঠে আসে।
এরপর থেকেই প্রকাশ্যে আসতে থাকে জাকিরের নানাবিধ কর্মকাণ্ড। সেই সময় থেকেই ভারত ছাড়া জাকির নায়েক। তাকে গ্রেপ্তারের জন্য মালেয়েশিয়া প্রশাসনের কাছে ভারত সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। কিন্তু ইন্টারপোল নোটিশ না জারি করার কারণে তা সম্ভব হয়নি।

আর সম্প্রতি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীও বিতর্কিত বক্তব্য দিয়ে অরাজকতা তৈরির চেষ্টা করা হলে প্রয়োজনে জাকির নায়েককে গ্রেপ্তার করা হতে পারে বলে জানান। অভিযোগ উঠেছিল, জাকির নায়েক মালয়েশিয়ায় উগ্রবাদ প্রচারের চেষ্টা চালাচ্ছিল। ২০১৬ সাল থেকে আর দেশে ফেরেনি জাকির নায়েক। বর্তমানে মালয়েশিয়ার পুত্রজায়া এলাকায় রয়েছেন তিনি।

যদিও ভারতে আসার দাবি উড়িয়ে দিয়েছে ধর্ম প্রচারক জাকির নায়েক। এনডিটিভিতে প্রকাশিত খবর অনুসারে জাকির নায়েক দাবি করেছে যে, তার ভারতে ফেরার খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

জাকির নায়েক বলেছেন, ‘অন্যায্য প্রশাসকদের থেকে যতক্ষণ না পর্যন্ত নিজেকে নিরাপদ মনে করছি, ততক্ষণ আমার মাতৃভূমি ভারতে ফেরার কোনও পরিকল্পনা নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে