বৃহস্পতিবার, ০৫ জুলাই, ২০১৮, ০৪:৪৯:১২

জাহাজ থেকে এভাবে যাত্রীরা সারি সারি ঝাঁপ মারছেন কেন? জানলে আঁতকে উঠবেন!

জাহাজ থেকে এভাবে যাত্রীরা সারি সারি ঝাঁপ মারছেন কেন? জানলে আঁতকে উঠবেন!

আন্তর্জাতিক ডেস্ক: জাহাজ থেকে এভাবে যাত্রীরা সারি সারি ঝাঁপ মারছেন কেন? জানলে আঁতকে উঠবেন!  ইন্দোনেশিয়ার ফ্লোরস সাগরে ফেরি ডুবে মৃত কমপক্ষে ৩৪। এখনও পর্যন্ত সাঁতরে প্রাণে বেঁচেছেন ১৫৫ জন। সেলেয়ার দ্বীপের বুলুকুম্বা রেজেন্সির কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে  ১৮৯ যাত্রী-সহ গাড়ি, বাস, ট্রাকের মতো ৪৮টি ভারী গাড়ি বহন করছিল ফেরিটি। বহনক্ষমতার অত্যাধিক হওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ফেরিতে ছিদ্র হওয়ায় জল ঢুকতে শুরু করে। তবে, খারাপ আবহাওয়া এবং সমুদ্র উত্তালের জেরে ফেরিটিকে তীরে নিয়ে আসা সম্ভব হয়নি। মাঝ সমুদ্রে লাইফ সার্পোট নিয়ে ঝাঁপ দেন যাত্রীরা। স্থানীয় মত্সজীবীরা তাদের বোট ব্যবহার করে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে বলে জানা গিয়েছে।

ইন্দোনেশিয়া সমুদ্রে এ ধরনে ফেরি ডুবে যাওয়া ঘটনা নতুন নয়। গত দু’সপ্তাহ আগে সুমাত্রায় ভয়াবহ ফেরি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৯০ জনের।-জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে