রবিবার, ০৮ জুলাই, ২০১৮, ০৫:০৭:৪৫

পালাচ্ছে মানুষ, তড়িৎ গতিতে ছড়াচ্ছে আগুন, ইতিমধ্যেই পুড়ে ছাই ২০ বাড়ি

পালাচ্ছে মানুষ, তড়িৎ গতিতে ছড়াচ্ছে আগুন, ইতিমধ্যেই পুড়ে ছাই ২০ বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক: দাউ দাউ করে জ্বলছে বিস্তীর্ণ জঙ্গল৷ উত্তর ক্যালিফোর্নিয়ার বৃহৎ দাবানলে বিপর্যস্ত কয়েক হাজার মানুষ নিরাপদ স্থানের খোঁজে ঘর ছাড়ছে৷ তড়িৎ গতিতে ছড়াচ্ছে আগুন৷ ইতিমধ্যেই পুড়ে ছাই ২০টি বাড়ি৷

চলতি বছরে সবচেয়ে বড় দাবানলের মুখে ক্যালিফোর্নিয়া৷ দক্ষিণ আমেরিকার গোলটা, ক্যালিফোর্নিয়ায় দাবানলের প্রকোপ সবচেয়ে বেশি৷ দাবানলের পাশাপাশি প্রচন্ড গতির হাওয়ায় ছড়াচ্ছে আগুন৷ সেন্ট বারবারা প্রশাসনিক কর্তৃপক্ষ জানাচ্ছে, গত শনিবার থেকে হাই অ্যালার্ট জারি হয়েছে৷ দাবানলের দ্রুত গতি বাড়াচ্ছে তাপমাত্রা৷ দ্য হলি ডে দাবানল, আপাতত ক্যালিফোর্নিয়াবাসীর ঘুম উড়িয়েছে৷

ধুলো ও ছাইয়ে ঢেকেছে উত্তর ক্যালিফোর্নিয়া৷ অন্তত ২হাজার মানুষ গৃহহীন৷ বিদ্যুৎহীন অধিকাংশ এলাকা৷ হাই অ্যালার্ট জারি করে চলছে আগুন নেভানোর কাজ৷ সবমিলিয়ে মোট ৫০-৮০ একর এলাকা দাবানলে ভস্মীভূত৷ প্রায় ৩৫০ টি হেলিকপ্টার আগুন নেভানোর কাজ করছে৷ তবে,আগুন উপরের দিকে এতটাই বিস্তৃত যে, আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী৷ রবিবার আগুনের তীব্রতা কম হোলেও হাওয়ার জেরে আগুন ছড়িয়ে পড়ছে, গরম হাওয়ার ফলে তাপমাত্রার পারদ রেকর্ড হারে বাড়ছে৷

চলতি বছরে ক্যালিফোর্নিয়ার ২.৯ মিলিয়ন একর জমি দাবানলে পুড়ে ছাই৷ ভয়ানক এই দাবানলের নাম ক্লামাথন৷ গত শুক্রবার নতুন করে এই ক্লামাথন দাবানল থাবা বসিয়েছে৷ ক্যালিফোর্নিয়ার ওরেগন অঞ্চল দাবানলে পুরোপুরি ক্ষতিগ্রস্ত৷ শুধু ওরেগনেই ৮৮,৩৭৫ একর জমি পুড়ে ছাই৷ সবমিলিয়ে দাবানল বিধ্বস্ত ক্যালিফোর্নিয়ায় ৩৬০০ দমকল ইঞ্জিন৷ এখনও চলছে আগুন নেভানোর কাজ৷ বিমান ওঠা নামা পুরোপুরি ব্যাহত৷ সড়ক পথেও গাড়ি চলাচল প্রায় বন্ধ৷ সবমিলিয়ে, গত ১০ বছরে প্রথম ভয়াবহ দাবানলের চরম ক্ষতির মুখে ক্যালিফোর্নিয়া৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে