মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮, ১২:৪৮:২৯

বজ্রপাতে ভয় পায় পাত্র! অতঃপর…

বজ্রপাতে ভয় পায় পাত্র! অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক:  সম্প্রতি ভারতের বিহার রাজ্যে অদ্ভুত এক কাণ্ড ঘটেছে। বজ্রপাতে ভয় পাওয়াকে কেন্দ্র করে বিয়ে বাতিল হয়েছে। রাজ্যের সরন জেলায় এ ঘটনা ঘটে।

পাত্রীর অভিযোগ, পাত্র নিজেই তাকে বলেছে যে, সে বজ্রপাতে ভয় পায়। শুধু তাই নয়, দু’দিন আগে বাড়ির কাছে একটি মাঠে বাজ পড়ার পর ছেলেটি উদ্ভট আচরণ করেছে। তাই সে বিয়ে করতে পারবেন না।

এদিকে, পাত্রীর এই কথায় বিপাকে পড়ে পাত্রপক্ষকে। কেননা, ইতোমধ্যেই সম্পন্ন হয়ে যায় বিয়ের আচার-রীতি। এ নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে দু’পক্ষ। একপর্যায়ে তা হাতাহাতি, হামলা এবং পাল্টাহামলায় রূপ নেয়।

পরে পাত্রপক্ষের লোকজনের ওপর হামলার অভিযোগে পাত্রীপক্ষের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে