বুধবার, ১১ জুলাই, ২০১৮, ০২:১৭:১৫

হতবাক পুলিশ, নারীর গোপন অঙ্গ থেকে কোকেন উদ্ধার!

হতবাক পুলিশ, নারীর গোপন অঙ্গ থেকে কোকেন উদ্ধার!

আন্তর্জাতিক ডেস্ক: মাদক পাচারের জন্য অভিনব পদ্ধতি অবলম্বন করে পাচারকারীরা। মাদক পাচারে নারীদের ব্যবহারের নজির প্রায় সব দেশেই। কিন্তু নাইজেরিয়ার ডেভিড নামের এই নারীর মতো ভয়ঙ্কর মাদক কারবারিকে গ্রেফতারের পর হতবাক পুলিশ।

কলকাতা বিমানবন্দর থেকে মাদক পাচারের সময় এই নারীকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি)।

ওই নারী শরীরের বিভিন্ন অংশে মাদক লুকিয়ে পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে প্রথমে আটক করা হয়।

৯ জুলাই ওই মহিলাকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়৷ এরপর ৩০ বছর বয়সী ওই নারীকে তল্লাশি শুরু হয়।

তল্লাশি করে তার ব্যাগ থেকে এলএসডি পাওয়া যায়৷ এ ছাড়া শরীরের গোপন অঙ্গের মধ্য থেকে ১২ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।

পুলিশের জেরার মুখে ডেভিড জানায়, তার শরীরের বেশকিছু জায়গায় আরও মাদক লুকানো আছে৷ কিন্তু তা কোনোমতে বের করা সম্ভব নয়৷

এরপর ওই নারীকে স্থানীয় চার্ণক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে এক্স-রেতে ধরা পড়ে ওই তার তলপেটে জরায়ুর কাছে কিছু একটা লুকানো আছে৷

ট্রান্স ভ্যাগিনাল ইউএসজিতে তা আরও ভালো বোঝা যাবে৷ সে কারণে ওই নারীকে হাসপাতালেই রাখা হয়েছে আরও মেডিকেল চেকআপের জন্য৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে