আন্তর্জাতিক ডেস্ক: চীনের সিচুয়ান প্রদেশে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১২ জন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চেংদু এলাকার ‘ইবিন হেংদা টেকনোলজি’ কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে। ২০১৫ সালে দেশটির বন্দর নগরী তিয়ানজিনের একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয়েছিল।