আন্তর্জাতিক ডেস্ক: বাড়ির শৌচাগার থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার কিশোরীর মৃতদেহ। পাশ থেকে উদ্ধার অ্যাসিডের বোতল। ধর্ষণ করে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ পরিবারের। বীরভূমের মল্লারপুর থানার বাইনা মোড় গ্রামের ঘটনা। দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ।
গতকাল দুপুরে নিজেদের নতুন তৈরি বাড়িতে স্নান করতে যায় নবম শ্রেণির পড়ুয়া ওই কিশোরী।পরিবারের দাবি, দীর্ঘক্ষণ না ফেরায়, খোঁজ নিতে যায় কিশোরীর দাদা। অভিযোগ, সেসময় দুই প্রতিবেশী যুবক জানায়, নতুন বাড়ির শৌচাগারে বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে ওই কিশোরী। বাড়িতে গিয়ে কিশোরীর দাদা বোনকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে। পাশে অ্যাসিডের বোতল রাখা ছিল বলে অভিযোগ।
মল্লারপুর থানায় ধর্ষণের পর অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার।