শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮, ০৬:৫২:৪১

বিদায় বেলায় কোমায় থাকা স্ত্রীর পাশে দাড়িয়ে কাঁদলেন নওয়াজ শরীফ

বিদায় বেলায় কোমায় থাকা স্ত্রীর পাশে দাড়িয়ে কাঁদলেন নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক: নিশ্চিত কারাবাস জেনেও লন্ডন থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা দেয়ার আগে কোমায় থাকা স্ত্রীর থেকে বিদায় নিতে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তার সাথে ছিলেন মেয়ে মরিয়ম। টুইটারে এক পাকিস্তানি সাংবাদিকের শেয়ার করা ছবিতে এই চিত্র দেখা গেছে।

সাংবাদিকের সেই ছবি প্রকাশের পর পাল্টা আরেকটি টুইটে মরিয়ম ছবির বর্ণনায় লিখেছেন, পাকিস্তানের উদ্দেশ্যে বিমানবন্দরে আসার আগে বাবা নওয়াজ শরীফ হাসপাতালে মা বেগম কুলসুমের কপালে হাত দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

কুলসুম নওয়াজ লন্ডনের হারলে স্ট্রীট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলেছেন, কুলসুম নওয়াজের স্বাস্থ্য খুবই সঙ্কটাপন্ন। গত একমাস ধরে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

পাকিস্তানি সাংবাদিক সামাজিক মাধ্যমে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এই ছবিটি ভবিষতের জন্য খুবই গুরুত্বপূর্ণ দলিল হবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা এই ছবিটি অনেক পাকিস্তানি শেয়ার করেছেন। কেউ কেউ ক্যাপশনে লিখেছেন, ‘পাকিস্তান প্রতিষ্ঠার পর এটাই সবচেয়ে বেদনার ছবি।

লন্ডনে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ কর্তৃক আয়োজিত একটি সংবাদ সম্মেলনে নওয়াজ শরীফ বলেন, কারাবরণ নিশ্চিত যেনেও আমি পাকিস্তানে যাচ্ছি। মরিয়ম এবং আমি কারাবরণ করতে দেশে ফিরছি, আদালত যদি আমাকে ফাঁসির আদেশ দিত তাহলেও আমি দেশে ফিরতাম। আমরা জানি আত্মত্যাগ ছাড়া কখনো স্বাধীনতা পাওয়া যায় না। হাসপাতালে স্ত্রীকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রেখে এই সিদ্ধান্ত নেয়া অনেক কঠিন। তবে দেশকে দাসত্ব থেকে মুক্ত করতে আমি এবং আমার মেয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে গত বছর ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। অবৈধ সম্পদ অর্জনের দায়ে গত ৬ জুলাই আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় নওয়াজ লন্ডনে সন্তানদের সঙ্গে ছিলেন। তাদের অনুপস্থিতিতেই সাজার রায় দেয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে