শনিবার, ১৪ জুলাই, ২০১৮, ০১:২০:৩৮

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে ইসরায়েলি পণ্য আমদানি করবে না আয়ারল্যান্ড

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে ইসরায়েলি পণ্য আমদানি করবে না আয়ারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা ও দখলদারিত্বের প্রতিবাদে ইসরায়েলি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আয়ারল্যান্ড। এ বিষয়ে বুধবার একটি প্রস্তাব পাস করেছে আয়ারল্যান্ডের পার্লামেন্টের উচ্চকক্ষ।

 নতুন বিলটিতে শুধু ইসরায়েল নয়, বিশ্বের অন্যান্য অধিকৃত অঞ্চলের পণ্যের আমদানি-রফতানিতেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিলটি দেশটির বড় রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে ২৫/২০ ভোটে পাস হয়।

ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) জ্যেষ্ঠ নেতা সায়েব এরকাত ডাবলিনের এই পদক্ষেপকে ঐতিহাসিক আখ্যায়িত করে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোতে ইসরাইলি পণ্য বয়কট আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

তবে সিনেটের উচ্চকক্ষে পাস হলেও এখনই কার্যকর হচ্ছে না বিলটি। এটি আইনে পরিণত হতেএখন অনুমোদনের জন্য নিম্নকক্ষে যাবে।

এছাড়া একই দিনে অবরুদ্ধ গাজায় উৎপাদিত ফল ও সবজি আমদানি নিষিদ্ধ করেছে ইসরায়েল। এর জবাবে ইসরাইলি ফল আমদানির ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গাজার পক্ষ থেকে। বুধবার গাজার কৃষি মন্ত্রণালয় এ পাল্টা নিষেধাজ্ঞা দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে