শনিবার, ১৪ জুলাই, ২০১৮, ০২:২১:০৭

রাস্তায় বের হওয়া মুসলিম নারীদের জোর করে বোরকা কেটে দিচ্ছে পুলিশ

রাস্তায় বের হওয়া মুসলিম নারীদের জোর করে বোরকা কেটে দিচ্ছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: রাস্তায় বের হওয়া নারীদের ধরে জোর করে বোরকা বা রোরকা সদৃশ লম্বা পোশাক কেটে দেয়ার অভিযোগ উঠেছে চীনের উইঘুর প্রদেশের পুলিশের ওপর।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, দীর্ঘ দিন ধরে চীনের উইঘুরে মুসলিম নির্যাতনের অভিযোগ রয়েছে। রমজান মাসে সেখানে মুসলমানদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা ও মুসলিম প্রথা অনুযায়ী শিশুদের নাম রাখা নিষিদ্ধ করা হয়েছে।

চীনের উইঘুর এলাকায় মুসলিম নারীদের পোশাক বিশেষ কোমরের নিচে পোশাক ঝুলে থাকলে বা বোরকা সদৃশ হলে তা কেটে নেয়ার নতুন এ নির্যাতন শুরু করেছে পুলিশ।

ডকুমেন্টিং এগেইনিস্ট মুসলিম (ডিওএম) নামক একটি সংগঠন জানিয়েছে, মুসলিম নারীদের পোশাক লম্বা হলে রাস্তার মাঝে তাকে ধরে তার পোশাক ছোট করে কেটে দেয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে