শনিবার, ২১ জুলাই, ২০১৮, ১০:৫২:৪৭

ভয় দেখিয়ে ১২০-র বেশি মহিলাকে ধর্ষণ!

ভয় দেখিয়ে ১২০-র বেশি মহিলাকে ধর্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক :  বাবা রহিমের পর এবার বাবা অমরপুরি। ফের ভক্তদের ধর্ষণ ও তাঁদের ব্ল্যাকমেল করে আবার ধর্ষণ করার অভিযোগ উঠল হরিয়ানার বাবা বালকনাথ মন্দিরের এক তান্ত্রিকের বিরুদ্ধে। 

১২০ জন মহিলাকে ধর্ষণ করার অভিযোগে ফতেহাবাদের তোহানা শহর থেকে ৬০ বছর বয়সি এত তান্ত্রিককে গ্রেপ্তার করল হরিয়ানা পুলিশ। পুলিশের কথায়, এত সংখ্যক মহিলাকে শুধু ধর্ষণ করাই নয়, সেই কুকীর্তির ভিডিয়োও করে রেখেছিলেন ওই গুণধর তান্ত্রিক। পুলিশ আরও জানিয়েছে, ধৃত তান্ত্রিক তথা বাবা অমরপুরি ওরফে বিল্লু, ওই সব ভিডিয়ো ক্লিপ দেখিয়ে মহিলাদের ব্ল্যাকমেইল করত। পরে ভয় দেখিয়ে সেইসব মহিলাদের ফের ধর্ষণ করতেনএখনও পর্যন্ত ১২০টি ভিডিয়ো ক্লিপস হাতে পেয়েছে পুলিশ।

প্রতিটিই তাঁর মোবাইল ফোনে সেভ করে রাখা ছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এক অভিযোগকারিনীর আত্মীয় সিআইডিকে কিছু ক্লিপস দিয়েছে। ফতেহাবাদ মহিলা পুলিশ স্টেশনের ইনচার্জ, ইনস্পেক্টর বিমলা দেবী জানিয়েছেন, গ্রেপ্তারের পর অমরপুরিকে পাঁচদিনের পুলিশি হেফাজতে রাখার অনুমতি পাওয়া গিয়েছে। 

তিনি আরও জানিয়েছেন, অভিযোগকারী ও আক্রান্ত মহিলাদের স্টেটমেন্ট রেকর্ড করা হবে। এখনও পর্যন্ত ২জন মহিলার সঙ্গে কথা হয়েছে। তাঁদের স্টেটমেন্টের উপর ভিত্তি করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

ইন্সপেক্টর বিমলা দেবী আরও বলেছেন, যেসব মহিলারা বাবা অমরপুরির কাছে আসতেন, তাঁদের বেশিরভাগ মহিলাকে ভয় দেখিয়ে যৌন লালসা পূরণ করত। সেই সব ঘটনার ভিডিয়ো তুলে রাখা হত তাঁর মোবাইলে। পরে সেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে বেশ কয়েকবার ফের সেই মহিলাকে ধর্ষণ করতেন ওই তান্ত্রিক।-এই সময় 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে