রবিবার, ২২ জুলাই, ২০১৮, ০৫:২৩:৫০

ছেলের সমর্থন না পেয়ে বাবার আত্মহত্যা!

ছেলের সমর্থন না পেয়ে বাবার আত্মহত্যা!

আন্তর্জাতিক ডেস্ক : ছেলের সমর্থন না পেয়ে মির্জা আহমেদ মুঘল নামে এক স্বতন্ত্র প্রার্থী গুলি করে আত্মহত্যা করেছেন। একটি গোরস্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম গুলো।

ফয়সালাবাদের এনএ ১০৩ আসন থেকে নির্বাচন করার কথা ছিল এই প্রার্থীর। এ ঘটনার একদিন আগে হোয়াটস অ্যাপে এক ভিডিও বার্তায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের কথা জানান তিনি।

সেখানে তিনি বলেন, তাঁর ছেলে ও ছেলের বউ পাড়া প্রতিবেশীদের গিয়ে তাঁকে ভোট না দেওয়ার আহ্বান জানায়। সেজন্য তিনি এ পথ বেছে নেন। এর আগে প্রার্থী নির্বাচিত হওয়ার পরই ছেলের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি।

এদিকে দেশটির নির্বাচন কমিশন পাকিস্তানি নির্বাচনী আইনের ধারা ৭৩ অনুসারে, ঐ আসনের ভোট গ্রহণ স্থগিত করেছে। বুধবারের পর যেকোনো দিন ঐ আসনে ভোট গ্রহণের কথা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে