বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮, ০৩:৩৫:৪৪

প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানকে নিয়ে যা বললেন তার সাবেক স্ত্রী জেমিমা

প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানকে নিয়ে যা বললেন তার সাবেক স্ত্রী জেমিমা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সাধারণ নির্বাচনে এ পর্যন্ত ঘোষিত ফলাফলে ইমরান খানের দল তেহরিক-ই ইনসাফ এগিয়ে আছে। এরইমধ্যে উৎসব শুরু করেছে তার সমর্থকরা। গত বুধবার দেশটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি। এরইমধ্যে অভিনন্দন পাওয়া শুরু করেছেন ইমরান খান। সাবেক স্ত্রী জেমিমাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

টুইটারে জেমিমা লিখেছেন, ২২ বছর পর, অনেক অবজ্ঞা, বাধা, ত্যাগের পর আমার সন্তানের বাবা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। সংকল্পবদ্ধতা, বিশ্বাস ও হার না মানা মানসিকতার ক্ষেত্রে এটা অবিশ্বাস্য এক শিক্ষা। অভিনন্দন ইমরান খান ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।

ব্রিটেনের টিভি ও চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ-ইমরান খানের বিয়ে হয় ১৯৯৫ সালে। এ দম্পতির দুইটি সন্তান আছে। ২০০৪ সাল সালে ছাড়াছাড়ি হয়ে গেলেও নিজের নাম থেকে খান বাদ দেননি জেমিমা। ২০১৪ সালে ইমরান রেহাম নামের আরেক নারীকে বিয়ে করলে নাম পরিবর্তন করেন জেমিমা। পরে অবশ্য রেহামের সঙ্গেও সম্পর্ক টিকেনি ইমরানের। এ বছর ইমরান খান বুশরা মানেকা নামে এক ধর্মগুরুকে বিয়ে করেন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে