বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮, ০৫:৩৮:১৮

জাতির উদ্দেশে ইমরান খানের ভাষণ

জাতির উদ্দেশে ইমরান খানের ভাষণ

আন্তর্জাতিক ডেস্ক: এখনও পাকিস্তানের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষিত না হলেও বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী তেহরিক ই ইনসাফ নেতা ইমরান খান। তার মুখপাত্র এক টুইটার বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমরান খানবুধবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর সবশেষ পাওয়া খবর অনুযায়ী ৪৭ শতাংশ ভোট গণনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ঘোষিত বেসরকারি ফলাফলে ১১৩টি আসনে এগিয়ে রয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)। ভোটগ্রহণ শেষ হওয়ার ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। বিলম্বিত ফল প্রকাশের কারণ হিসেবে নির্বাচন কমিশনের তরফ থেকে যান্ত্রিক গোলযোগের কথা বলা হলেও বিরোধীরা কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। কমিশন এই অভিযোগ অস্বীকার করেছে।

পিটিআই কর্মী ও সমর্থকরা চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই বিজয় উৎসব শুরু করে দিয়েছে। বুধবার দিবাগত রাতে পিটিআইর অফিসিয়াল ফেসবুক পাতায় ইমরান খানকে ‘উজিরে আজম’ সম্বোধন করে অভিনন্দনও জানিয়েছেন তারা। তবে এখন পর্যন্ত নির্বাচনের ফলাফল নিয়ে সামাজিক মাধ্যম কিংবা সংবাদ বিজ্ঞপ্তিতে কোনও মন্তব্য করেননি ইমরান খান। তবে তার এক মুখপাত্র জানিয়েছেন, দুপুরেই মুখ খুলতে যাচ্ছেন তিনি। টুইটার বার্তায় ইমরান খানের মুখপাত্র নাইমুল হক জানিয়েছেন, পিটিআই প্রধান ইমরান খান আজ দুপুর দুইটার দিকে ‘জাতির উদ্দেশে ভাষণ’ দেবেন। নির্বাচনে জনগণের কাছ থেকে যে বিপুল সমর্থন তিনি পেয়েছন, ভাষণে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন তিনি।

ইমরানের দলে যখন বিজয় উদযাপনের প্রস্তুতি, বৃহস্পতিবার (২৬ জুলাই) দিনের প্রথম কয়েক ঘণ্টায় ঘুরেফিরে আলোচনায় এসেছে ব্যাপক বিলম্ব আর কারচুপির অভিযোগ। নওয়াজ শরিফের মুসলিম লীগ আর বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টিসহ শীর্ষ রাজনৈতিক দলগুলো ভোটে কারচুপির অভিযোগ এনে এরইমধ্যে ফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে