বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮, ০৭:০৮:২০

‘২২ বছর বহু অপমান এবং ত্যাগের পর আমার সন্তানদের বাবা পাকিস্তানের প্রধানমন্ত্রী’

‘২২ বছর বহু অপমান এবং ত্যাগের পর আমার সন্তানদের বাবা পাকিস্তানের প্রধানমন্ত্রী’

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। আর এজন্য তাকে অভিনন্দন জানিয়েছেন তার সাবেক স্ত্রী জেমেইমা গোল্ডস্মিথ। ২০০৪ সালে দু’জনের বিচ্ছেদের পরেও সম্পর্কে তিক্ততা আসেনি কখনও। ডিভোর্সের পরেও একে অপরের প্রতি সম্মান দেখিয়েছেন।

গতকাল (বুধবার) রাতে টুইটারে ইমরান খানকে অভিনন্দন জানান জেমেইমা। তিনি লেখেন, ‘২২ বছর পর, বহু প্রতিবন্ধকতা, অপমান এবং ত্যাগের পর আমার সন্তানদের বাবা পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। সংশক্তি, বিশ্বাস আর হার না মানা মনোভাবের উৎকৃষ্ট শিক্ষা এটি। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কেন সে রাজনীতিতে প্রবেশ করেছিল সেটা মনে রাখা। অভিনন্দন ইমরান খান।’

এরপর আরও একটি টুইট করেন জেমেইমা। সেখানে তিনি লেখেন, ‘১৯৯৭ সালে ইমরানের প্রথম নির্বাচনের কথা আমার মনে পড়ে- অপরীক্ষিত, আদর্শবাদী, সাদাসিধা রাজনীতিক। লাহরে আমি তিন মাস বয়সী সুলাইমানের (ইমরান-জেমেইমার ছেলে) সঙ্গে নিয়ে তার ফোন কলের অপেক্ষা করছিলাম। সে তখন গোটা পাকিস্তান চষে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত সে কল করেছিল, ‘এটা ছিল পরিস্কার হার’’ এবং আমার দীর্ঘশ্বাস শুনে ফোনের অপর প্রান্ত থেকে সে প্রচণ্ড শব্দ করে হেসেছিল।’

এদিন আরও একটি টুইট করেছিলেন জেমেইমা। যেখানে তিনি নির্বাচনের দিনে পাকিস্তানের জনগণের জন্য শুভকামনা জানিয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে