আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়াকে, নিউজিল্যান্ডের হুঁশিয়ারি! নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী উইন্সটন পিটার্স তাঁর দেশের জাতীয় পতাকা নকল করার জন্য অস্ট্রেলিয়াকে অভিযুক্ত করে বলেছেন, যেহেতু আমরা তাদের (অস্ট্রেলিয়া) আগে পতাকার নকশা করেছি তাই অস্ট্রেলিয়ার উচিৎ এই সত্যকে গ্রহণ করা এবং নিজেদের জন্য আলাদা পতাকার নকশা খুঁজে বের করা।
আজ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে জানা যায়, গত মঙ্গলবার তিনি নিউজিল্যান্ডের স্থানীয় গণমাধ্যমে এসব কথা জানান ।
যুক্তরাজ্যের পতাকার নকশার আদলে তৈরি করা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পতাকার মাঝে অনেক সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। দুই দেশের পতাকাতে দেখা যায়, বামদিকে ওপরের অংশে যুক্তরাজ্যের পতাকা আর ডানদিকে গুচ্ছ তারা। পার্থক্য বলতে, নিউজিল্যান্ডের তারাগুলো লাল রঙের আর অস্ট্রেলিয়ার সাদা। শুধু সাত প্রদেশের প্রতীক হিসেবে নিউজিল্যান্ডের পাঁচ তারার বদলে অস্ট্রেলিয়ার পতাকায় রয়েছে সাতটি তারা।
১৯০২ সালে নিউজিল্যান্ডের পতাকার সৃষ্টির প্রায় পঞ্চাশ বছর পর ১৯৫৪ সালে অস্ট্রেলিয়ার পতাকার নকশা হয়। তাই পিটার্স নিজেদের জাতীয় পতাকার নকশার অলিখিত কপিরাইটের কথা মনে করিয়ে দিয়ে প্রতিবেশী দেশকে নিজেদের জন্য ভিন্ন নকশা তৈরির উপদেশ দিচ্ছেন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন মাতৃত্বকালীন ছুটি নেওয়ায়, উইন্সটন পিটার্স ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।