শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮, ১২:০২:৩৯

মুসলমানদের গরুর মাংস না খাওয়ার পরামর্শ ভারতীয় নেতার

মুসলমানদের গরুর মাংস না খাওয়ার পরামর্শ ভারতীয় নেতার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে অবস্থিত শিয়া ওয়াকফ বোর্ডের প্রধান ওয়াসিম রিজভি বলেছেন, যেহেতু হিন্দুরা গরুকে পবিত্র প্রানী হিসেবে সম্মান করে সেহেতু তাদের মতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের মুসলমানদের উচিত গরুর মাংস খাওয়া ছেড়ে দেওয়া। রিজভি আরও দাবি করেন, ইসলাম ধর্মেও গরুর মাংস হারাম! গোহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠিন ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।

উত্তর প্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের প্রধান ওয়াসিম রিজভির ভাষ্য উদ্ধৃত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ‘মুসলমানদের গরুর মাংস খাওয়া ছেড়ে দেওয়া উচিত। গোহত্যা সম্পূর্ণ বন্ধ হওয়া উচিত। গণধোলাই দিয়ে হত্যা করা বন্ধ করা সম্ভব নয়। সব স্থানে নিরাপত্তা বাহিনীকে বসিয়ে রাখাও সম্ভব নয়। সুতরাং গোহত্যা বন্ধে কঠিন আইন প্রণয়ন করা উচিত।’

গোহত্যা বন্ধে চরম ডানপন্থী সংগঠন ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের’ (আরএসএস) নেতা ইন্দ্রেশ কুমারের বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন, ‘আমি মনে করি ইন্দ্রেশ কুমারের বক্তব্যে যুক্তি আছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উচিত নয়। যে প্রাণীকে মায়ের সম্মান দেওয়া হয়েছে, তাকে হত্যা করা উচিত নয়।’

২১ জলাই রাজস্থানে আকবর নামের এক গরু পরিবহনকারীকে গণধোলাই দিয়ে মেরে ফেলার ঘটনার প্রেক্ষিতে আরএসএসের নেতা ইন্দ্রেশ কুমার দাবি করেছিলেন, ‘যদি গোহত্যার পাপ বন্ধ হয়ে যায় তাহলে গণধোলাইতে হত্যার ঘটনাও বন্ধ হয়ে যাবে। যিশু গোশালায় জন্মেছিলেন বলে খ্রিস্টান ধর্মে মাদার কাওয়ের উল্লেখ করা হয়েছে। মক্কা-মদিনাতে গোহত্যা পাপ। মানবব জাতিকে এই পাপ থেকে মুক্ত করতে আমরা কি গোহত্যা বন্ধ করতে পারি না?’

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জুলাই মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ৪০০ কোটি ডলারের গরুর মাংস রফতানি করে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার গঠন করার পর থেকে রফতানির পরিমাণ ১৫ শতাংশ কমেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে