শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮, ১২:৪০:১৯

নারীর অস্ত্রোপচার করতে গিয়ে হতবাক চিকিৎসকরা!

নারীর অস্ত্রোপচার করতে গিয়ে হতবাক চিকিৎসকরা!

আন্তর্জাতিক ডেস্ক: এক নারীর অস্ত্রোপচারের সময় হতবাক হয়ে যান চিকিৎসকরা। কারণ ওই নারীর কিডনিতে প্রায় ৩ হাজার পাথর পাওয়া গেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাংহায়িস্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, জাং নামে চিনের বাসিন্দা এক নারী বেশ কয়েক দিন ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন, যা দিন দিন বেড়েই চলছিল। উপায় না পেয়ে চিকিৎসকের কাছে যান তিনি।

সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসক জানান, ওই নারীর ডান দিকের কিডনিতে পাথর জমে রয়েছে। এরপরই জাং-এর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

কিন্তু অস্ত্রোপচারের সময়ে হতবাক হয়ে যান চিকিৎসকরা। কিডনি থেকে ২ হাজার ৯৮০টি পাথর বের হয়। বর্তমানে ওই নারী সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

কিডনি থেকে এমন সংখ্যক পাথর বের হওয়া সত্যিই বিরল ঘটনা। তবে এ ক্ষেত্রে জাং বিশ্ব রেকর্ড করতে পারেননি।

কারণ ২০০৯ সালে ভারতের মুম্বাইয়ের বাসিন্দা ধানরাজ ওয়াদলের কিডনি থেকে প্রায় ১ লাখ পাথর বের হয়, যা গিনেস বুকে ঠাঁই পেয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে