শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮, ০৩:৪৭:০৩

দেশটির দিকে ধেয়ে আসছে টাইফুন ‘জংদারি’

দেশটির দিকে ধেয়ে আসছে টাইফুন ‘জংদারি’

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ার দেশ জাপান একের পর এক প্রাকৃতিক দুর্যোগের আঘাতে এলোমেলো। দেশটিতে রেকর্ড বর্ষণে বন্যা ও টানা কয়েকদিনের তাপদাহে প্রাণহানি ঘটে বহু মানুষের। এরপর এখন টাইফুন আতঙ্কে ভুগছে জাপান। আগামী সপ্তাহের শুরুতে দেশটির মূল ভূ-খণ্ডে আঘাত হানতে যাওয়া টাইফুন ‘জংদারি’র প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর।

স্থানীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এখন পর্যন্ত এটি ক্যাটাগরি-২ টাইফুনে রূপান্তরিত হয়েছে। আঘাত হানার সময় এটি ক্যাটাগরি-৩ পর্যন্ত পরিবর্তন হতে পারে। শনিবার রাত নাগাদ টাইফুনটি জাপান উপকূল অতিক্রম করে কিছুটা দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছেন আকু ওয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ অ্যাডাম দৌতি।

জানানো হয়েছে, টাইফুনের প্রভাবে প্রবল বর্ষণে ভূমিধস, বন্যার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাতে পারে। আঘাতস্থল হনশুতে ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত টানা বর্ষণ হতে পারে।

এ ব্যাপারে আবহাওয়া অফিস জানিয়েছে, টাইফুনটি আঘাতের সময় ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এতে সমুদ্রের পানি তীরে আছড়ে পড়ে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ঝড়ের গতিপথে থাকায় টোকিওতে গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে