শনিবার, ২৮ জুলাই, ২০১৮, ০১:৫৩:১৯

নিজেই নিজের কবর খনন করলেন ৭০ বছরের বৃদ্ধ!

নিজেই নিজের কবর খনন করলেন ৭০ বছরের বৃদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক: লাচ্চি রেড্ডি। ৭০ বছর বয়সী এ বৃদ্ধ ভারতের অন্ধ্র প্রদেশের বাসিন্দা। বয়সের ভারে নুইয়ে পড়ার মতো অবস্থা। আর তাই আগে থেকেই নিজের মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখলেন লাচ্চি রেড্ডি।

সম্প্রতি নিজের বাড়ির পাশে মাঠের এককোণে মাটি খুঁড়তে থাকে রেড্ডি। প্রথমে কিছু অনুমান করা না গেলেও পরে দেখা যায় তিনি একটি কবর খনন করেছেন। কবরে নেমে মাপ-জোপ ঠিক আছে কি না, তাও খতিয়ে দেখে নেন রেড্ডি। পরে ওই ব্যক্তি নিজেই জানালেন তিনি একটি বিশেষ কারণেই স্বেচ্ছায় নিজের কবর খুঁড়েছেন। 

কি কারণে নিজের কবর খুঁড়ছেন এমন প্রশ্ন করলে বৃদ্ধ জানান, ঈশ্বরের ডাক এসেছে। তাই তাঁকে এবার পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সুতরাং সবরকম ব্যবস্থা সেরে ফেলছেন এখনই। তাঁর যুক্তিতে হতবাক স্থানীয়রা। অপ্রীতিকর ঘটনা আটকাতে এরপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, পরিবার ছেড়ে সাধুদের জীবনই অতিবাহিত করতেন লাচ্চি রেড্ডি। হঠাৎই একদিন তাঁর মনে হয় ঈশ্বর তাঁকে ডাকছেন। ঈশ্বরের নির্দেশ মেনে পৃথিবী ছাড়তেই কবর খোঁড়ার কাজ করছিলেন। তবে অঘটন ঘটার আগেই তাঁকে রক্ষা করে পুলিশ। ভবিষ্যতে যাতে এমন কোনও পদক্ষেপ তিনি না নেন, তার জন্য বৃদ্ধ ও তাঁর মেয়েকে কাউন্সেলিং করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে