শনিবার, ২৮ জুলাই, ২০১৮, ০১:৩৭:২৭

'আপনি যদি এই যুদ্ধ শুরু করেন, আমরা শেষ করব'

'আপনি যদি এই যুদ্ধ শুরু করেন, আমরা শেষ করব'

আন্তর্জাতিক ডেস্ক: ‘আপনারা যদি যুদ্ধ শুরু করেন, তার ইতি টানব আমরা। এ যুদ্ধে আপনাদের এতদিনের সব অর্জন ধ্বংস হয়ে যাবে’, যুক্তরাষ্ট্রকে এমনই কড়া ভাষায় হুশিয়ারি দিলেন ইরানের এক জেনারেল।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে বাকযুদ্ধ চলছে, তারই ধারাবাকিতায় এ হুশিয়ারি দেন ইরানের ইসলামিক রিভোলুশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল কাসিম সুলেমানি।

বৃহস্পতিবার তেহরানে কূটনীতিকদের এক সম্মেলনে এ হুশিয়ারি দেন তিনি। শুক্রবার দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে রয়টার্স এ খবর দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক টুইটার বার্তায় ইরানকে হুমকি দেন।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির এক মন্তব্যের জেরে সোমবার এক টুইট বার্তায় ট্রাম্প লেখেন, ‘ইরান যেন কখনও যুক্তরাষ্ট্রকে হুমকি না দেয়। হুমকি দিলে এর ফল এত খারাপ হবে ইরানের ইতিহাসে, যা আগে কখনও দেখা যায়নি।’

২০১৫ সালে তেহরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে চুক্তি করে। গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্প এককভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।

এতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার সম্পর্ক বিরাজ করছে। ট্রাম্প ইরানের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ নীতি অবলম্বন করছেন উল্লেখ করে সম্প্রতি রুহানি বলেন, জনাব ট্রাম্প, আপনি সিংহের লেজ নিয়ে খেলবেন না। এটি সে ফ দুঃখই বয়ে আনবে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকার জানা উচিত, ইরানের সঙ্গে শান্তি হচ্ছে সব শান্তির জননী এবং ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে সব যুদ্ধের মা।’ রুহানির এই বক্তব্যের জবাবেই টুইট করেন ট্রাম্প। ট্রাম্পের এ হুমকি বাতাসে উড়িয়ে দিয়েছেন ইরানের সেনাবাহিনীর এই শীর্ষ কর্মকর্তা।
জবাবে সরাসরি ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট তার হুমকিতে নৈশক্লাব ও জুয়া হলের ভাষা ব্যবহার করেছেন। মার্কিন ইতিহাসে এটা নজিরবিহীন বলেও অভিহিত করেন তিনি।

তিনি বলেন, তেহরান নয়, ইরানের প্রেসিডেন্টকে নয়, ট্রাম্পের উচিত সরাসরি আমাকে হুমকি দেয়া। একজন সৈনিক হিসেবে আপনার হুমকির জবাব দেয়ার দায়িত্ব আমার।

যদি আপনি হুমকির ভাষা ব্যবহার করেন, আমার সঙ্গে কথা বলুন, প্রেসিডেন্টের সঙ্গে নয়। আপনার বক্তব্যের জবাব দেয়া আমাদের প্রেসিডেন্টের মর্যাদার সঙ্গে যায় না।’

সুলেমানি আরও বলেন, আমরা আপনার এতটা কাছে যে আপনারা কল্পনাও করতে পারেন না। আসেন। আমরা প্রস্তুত আছি।

আপনি যদি এই যুদ্ধ শুরু করেন, আমরা শেষ করব। আপনি জানেন যে, এই যুদ্ধ শুরু করলে আপনার যা কিছু আছে তার সব হারাবেন আপনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে