আন্তর্জাতিক ডেস্ক: বাসের সামনে দাঁড়িয়ে পিকনিকে যাওয়ার আগ মুহূর্তে গ্রুপ ছবি তুলেছিলেন ৩৪ জনের দলটির প্রায় সবাই। কিন্তু কে জানতো এই যাত্রাপথেই তাদের ৩৩ জনই চিরতরে ছবি হয়ে যাবেন!
ভারতের মহারাষ্ট্র থেকে পিকনিকে যাওয়ার সময় পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে বাসটি ৫০০ ফুট গভীর খাদে পড়ে গেলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
পিকনিক করতে কোঙ্কনের দাপোলি শহর থেকে মহাবালেশ্বরের পথে রওনা দিয়েছিল ৩৪ জনের দলটি। এদের সবাই ছিলেন মহারাষ্ট্রের একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মী।
রায়গড় জেলার পাহাড়ি রাস্তায় প্রবল বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় তাদের বহনকারী বাস। এতে ৩৪ জনের মধ্যে ৩৩ জনই ঘটনাস্থলে মারা যান।
জানা গেছে, ৩৪ জনের দলটির মধ্যে একজন মাত্র প্রাণে বেঁচেছেন। তিনিই খাদ থেকে উঠে এসে পুলিশে খবর দেন।
উদ্ধারকাজে পুনে থেকে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে দলীয় কর্মীদের উদ্ধারকাজে সাহায্য করার নির্দেশ দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।