রবিবার, ২৯ জুলাই, ২০১৮, ০২:২৬:০৫

ইমরান খানকে কী বার্তা দিলেন তৃতীয় পীর বউ বুশরা?‌

ইমরান খানকে কী বার্তা দিলেন তৃতীয়  পীর বউ বুশরা?‌

আন্তর্জাতিক ডেস্ক: অগ্রিম শুভেচ্ছা জানিয়েছিলেন জেমাইমা গোল্ডস্মিথ। ভোটের রায়ের চূড়ান্ত ঘোষণার আগেই ইমরান খানের প্রথম স্ত্রী তাকে শুভেচ্ছা জানান। কিন্তু দ্বিতীয় স্ত্রী রেহাম খান এমন কিছু করেননি। তিনি তীব্র সমালোচনা করেছিলেন ইমরানের। 

তিনি বলেছিলেন, ‘‌যার জন্য আমি ঘর ছাড়লাম। সেই লোকটার সঙ্গেই এখন ঘর করতে হবে পাকিস্তানের জনগণকে।’‌
 
গত বছর বুশরা বিবিকে বিয়ে করার পরই ইমরানকে বিজয়মাল্য পরাবেন এ পীর বউ পাকিস্তানের সংবাদ মাধ্যমে এ নিয়ে ছিল রমরমা নিউজ। তাই সত্যি হলো। বিয়ের পর ইমরান খান জানান, একদিন বুশরা এসে তাকে জানান, তিনি হজরত মোহাম্মদ (সাঃ) কাছ থেকে স্বপ্নাদেশ পেয়েছেন। স্বপ্নে তিনি নাকি বুশরাকে বলেছেন ইমরানকে বিয়ে করার জন্য। তাহলেই নাকি ইমরান সমস্ত বাধা পেরিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবেন। এবং সেটা হলে পাকিস্তান এই জর্জরিত অবস্থা থেকে মুক্তি পাবে ও অসাধারণ দেশে উন্নীত হবে।’

ইমরানের তৃতীয় ও বর্তমান স্ত্রী বুশরা মানেকা অবশ্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন স্বামীকে। সেই সঙ্গে বলেছেন, ‘‌আল্লাহ পাকিস্তানের মানুষের হয়ে লড়ার জন্য একজন দারুণ নেতাকে পছন্দ করেছেন।’‌ 

পাশাপাশি গোটা পাকিস্তানের জনগণকে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন বুশরা। তার কথায়, ‘‌গোটা দেশের সমর্থন ও ভালবাসা রয়েছে ইমরানের সঙ্গে।’‌

অর্থাৎ প্রথম ও তৃতীয় স্ত্রী ইমরানের প্রশংসার পাশাপাশি শুভেচ্ছাবার্তা পাঠালেও দ্বিতীয় স্ত্রী রেহাম সে পথেই হাঁটেননি। তার সদ্য প্রকাশিত আত্মজীবনীতে ইমরানের তীব্র সমালোচনার পাশাপাশি, চরিত্র নিয়েও নানা কথা বলেছেন রেহাম।

ইমরানের একাধিক অবৈধ সম্পর্ক ও অবৈধ সন্তান নিয়ে অনেক কথাই বলেছিলেন রেহাম। ইমরান ভোটে জেতার পরেও রেহাম নরম হননি। এখন দেখার ইমরান কী জবাব দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে