সোমবার, ৩০ জুলাই, ২০১৮, ১২:২২:২৮

বাইকে যাচ্ছিলেন দম্পতি, কোলের শিশুকে ছিনিয়ে নিল চিতা বাঘ!

বাইকে যাচ্ছিলেন দম্পতি, কোলের শিশুকে ছিনিয়ে নিল চিতা বাঘ!

আন্তর্জাতিক ডেস্ক: বাইকে যাচ্ছিলেন দম্পতি৷ হঠাৎ চিতা বাঘের হামলা৷ নিমেষে কোলের শিশুকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয়ে চিতা বাঘ৷ গুজরাতের ভদোদরার কাছে একটি গ্রামের কাছে ভয়ানক এই ঘটনা৷

জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন দম্পত্তি৷ চলন্ত বাইকেই ঝাপায় চিতা বাঘ৷ নিজেদের সামলে দম্পতি বুঝতে পারেন তাঁদের কোলের সন্তান নেই৷ ঝড়ের গতিতে মুখে বাচ্চাকে নিয়ে দৌড় দেয় বাঘটি৷ ততক্ষণে গ্রামের লোক জড়ো হয়ে যায়৷ বেশি দূর পালাতে পারেনি চিতা বাঘ৷ গ্রামবাসীদের মশাল দেখে ভয় পেয়ে যায়৷ কোনওরকমে শিশুকে বাঁচাতে সফল হয় গ্রামবাসী৷ তবে গভীর ক্ষত শিশুর শরীরে৷ তার পা ও পিঠ ক্ষতবিক্ষত৷ চোট পেয়েছেন দম্পতিও৷

৪ মাসের শিশু মারাত্মক জখম৷ মা,বাবা,শিশু হাসপাতালে ভর্তি৷ ছোটাউদেপুর জেলার মধ্যে জঙ্গলে ঘেরা গ্রাম৷ তার ১০০ কিলোমিটার দূরেই ভদোদরা৷ জঙ্গল কেটে দেওয়ার ফলে ওই রাস্তা দিয়ে মাঝে মাঝেই বন্য পশুরা আসা যাওয়া করে বলে অভিযোগ জানায় গ্রামবাসী৷ প্রশাসনের তৎপরতার ছোট বড় দুর্ঘটনা ঘটে৷ তবে বাঘের হামলা এই প্রথম বলে জানাচ্ছেন গ্রামবাসীরা৷

খাবারের সন্ধানেই গ্রামাঞ্চল, কখনও বা শহরের রাস্তায় ঢুকে পড়ছে বন্যপ্রাণীরা৷ রাস্তা চওড়া করতে যে গাছ কাটার হিড়িক দেশের বিভিন্ন রাজ্যে লক্ষ্য করা যাচ্ছে, তার জন্যই এই ধরণের ঘটনা ঘটছে বলে জানাচ্ছেন পরিবেশবিদরা৷ তবে গুজরাতের এই ঘটনায় রাতের ঘুম উড়েছে গ্রামবাসীর৷-কলকাতা২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে