বুধবার, ০১ আগস্ট, ২০১৮, ১১:০৩:১১

দুতার্তের নির্দেশে ধ্বংস করা হলো ৭৬টি বিলাসবহুল গাড়ি

দুতার্তের নির্দেশে ধ্বংস করা হলো ৭৬টি বিলাসবহুল গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে ৭৬টি বিলাসবহুল গাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই গাড়িগুলোর সম্মিলিত দাম প্রায় ৪০ কোটি টাকা। সে দেশের রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তে এই গাড়িগুলো ধ্বংস করে দেওয়ার নির্দেশ দেন।

যখন এই গাড়িগুলো ধ্বংস করা হচ্ছিল, সেখানে উপস্থিত ছিলেন তিনি। গাড়িপ্রেমীদের কাছে নিঃসন্দেহে মর্মান্তিক এই দৃশ্য। তবে দেশের দুষ্কৃতি ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিতেই এ ধরনের নির্দেশ দেন দুতার্তে।

ল্যামবোরঘিনি, মার্সিডিজ, হার্লিসহ একাধিক কোম্পানির গাড়ি ও বাইক ধ্বংস করা হয়েছে। সেই গাড়িগুলো বেআইনিভাবে বিদেশ থেকে ফিলিপাইনে নিয়ে আসা হয়েছিল। তার সাথে বিদেশ থেকে বেআইনিভাবে নিয়ে আসা মোট আটশ গাড়ি ধ্বংসের নির্দেশ দিয়েছেন তিনি।

২০১৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি দমনে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছেন দুতার্তে। ইতোমধ্যেই মাদক সম্রাট ও দুর্নীতিগ্রস্ত সাংবাদিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন গাড়িগুলো ধ্বংস করা আবশ্যক ছিল।

জনগণের সামনে এর আগেও বিলাসবহুল গাড়ি ধ্বংসের ঘটনা ঘটেছে সে দেশে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার নির্দেশেই ৩০ টি বিলাসবহুল গাড়ি ধ্বংস করা হয়। নিলামে এই গাড়ি তুললে মাফিয়ারা নাম বদলে নিজেদের গাড়ি আবার কিনে নেবে বলে জানিয়েছেন দুতার্তে। সেজন্য ধ্বংস করার নির্দেশ দিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে