বুধবার, ০১ আগস্ট, ২০১৮, ১১:০৭:০৬

বাংলাদেশ অবৈধ রাষ্ট্র নয়, সব বাঙালিকে অনুপ্রবেশকারী বলা ঠিক হবে না: মমতা

বাংলাদেশ অবৈধ রাষ্ট্র নয়, সব বাঙালিকে অনুপ্রবেশকারী বলা ঠিক হবে না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে যাওয়ার পর বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকের পর অাসামের এনআরসি’র চূড়ান্ত খসড়ার ব্যাপারে আবারো ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, সব বাংলাদেশিকে অনুপ্রবেশকারী বলা ঠিক হবে না। বাংলাদেশ কোনো অবৈধ রাষ্ট্র নয়।

মমতা আরো বলেন, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ যে শুধু সীমান্তের বিনিময় করে তা-ই নয়। এই দুই ভূখণ্ডের ভাষা এবং সংস্কৃতিও এক। এভাবে যদি চলতে থাকে, তাহলে তো রক্তগঙ্গা বয়ে যাবে। গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে।

গতকাল একই  কথা বলার ফলে অসমের বিজেপির যুব শাখা তার বিরুদ্ধে অভিযোগ করেছে। মমতা বলেন, দেশভাগের পর পাকিস্তান থেকে বহু মানুষ এই দেশে আসে। নেপালও আমাদের প্রতিবেশি। সেটাও আমাদের মাথায় রাখতে হবে।

মমতার মতে, সীমান্ত রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের নয়। ওই দায়িত্ব কেন্দ্রীয় সরকারের পালন করার কথা। সীমান্ত পার করে কেউ এই দেশে অনুপ্রবেশ করলে তার মূল দায় কেন্দ্রীয় সরকারের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে