বেশ কিছুদিন ধরেই প্রথম স্ত্রীকে ছেড়ে দ্বিতীয় স্ত্রী’র কাছে থাকতেন এক ব্যক্তি। প্রথম স্ত্রী সেই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি।
ফলে স্বামীকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ভারতের উত্তর প্রদেশের ওই নারীর কাণ্ডে চমকে গেছে সবাই। জানা গেছে, স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন ওই নারী।
মুজাফফর নগরের মিমলানাতে ঘটনাটি ঘটেছে গত বুধবার। পুলিশ বলছে, আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, নিজের প্রথম স্ত্রীর কাছ থেকে সম্মতি নিয়েই দ্বিতীয় বিয়ে করেন ওই ব্যক্তি। প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক জীবনে কোনো সন্তান হয়নি বলেই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। দ্বিতীয় স্ত্রী কিছুদিন আগেই এক সন্তানের জন্ম দেন।
ওই ব্যক্তি কয়েকদিন ধরেই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ছিলেন। ফিরে না আসায় প্রথম স্ত্রী বেশ রেগে ছিলেন। ফলে এ ধরনের চরম পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেন তিনি।