আন্তর্জাতিক ডেস্ক: নেশাগ্রস্থ এক যুবক একটা জ্যান্ত মুরগি চিবিয়ে খেয়ে ফেলল! ভারতের তেলেঙ্গানা রাজ্যের মহাবুবাবাদ জেলায় ঘটনাটি ঘটেছে। যুবকের জ্যান্ত মুরগি চিবিয়ে খাওয়ার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
জানা যায়, পার্টিতে রান্নার জন্য আস্ত একটা মুরগি বাজার থেকে কিনে বাড়ি ফিরছিলেন দুই যুবক। তার আগেই জ্যান্ত থাকা অবস্থায় যুবকের পেটে গেল মুরগি। ওই দুই যুবক তেলেঙ্গানা রাজ্যের কেশামুদ্রাম এলাকার বাসিন্দা।
ঘটনার সময় পাশের রাস্তা দিয়ে পথচারীরা যাওয়ার সময় এই কাণ্ড দেখে তা মোবাইলে ধারণ করে। এরপরই গোটা ঘটনা সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়।
স্থানীয় কেশামুদ্রাম থানা সূত্রে জানা গেছে, প্রাণীর ওপর নিষ্ঠুরতা এবং প্রকাশ্যে এই ধরনের অমানবিক আচরণের জন্য ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।