রবিবার, ০৫ আগস্ট, ২০১৮, ০২:০০:১৯

২ বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

২ বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: এক ঘণ্টার ব্যবধানে দুটি বিমান বিধ্বস্ত হয়েছে সুইজারল্যান্ডে। শনিবার সুইস আল্পস ও নিডভালডেন প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। প্রথম বিমানটি সুইজারল্যান্ডের নিডভালডেন প্রদেশে বিধ্বস্ত হয়। এতে একটি পরিবারের চারজন মারা যায়। যার মধ্যে দুই শিশু রয়েছে।

একটি বনভূমিতে প্লেনটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে উদ্ধারকারীরা যাওয়ার আগেই আগুন ধরে যায় এতে। এই দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যে আরেকটি বিমান সুইস আল্পসে বিধ্বস্ত হয়। এই বিমানে যাত্রী সংখ্যা ছিল ১৭ জন। সঙ্গে দুজন পাইলট৷

স্থানীয় এয়ারলাইন জে ইউ-এআইআর কর্তৃপক্ষ বলেছে, তাদের জু-২৫ বিমান বিধ্বস্ত হয়। এতে দুটি পাইলটসহ ১৭ জন যাত্রী ছিল। তবে আশঙ্কা করা হচ্ছে তারা সবাই মারা গেছে। বিমানটির সব যাত্রী নিহত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে