মঙ্গলবার, ০৭ আগস্ট, ২০১৮, ০৩:৫৮:১৫

ভূমিকম্পের দুদিন পর মসজিদের ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার!

ভূমিকম্পের দুদিন পর মসজিদের ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার!

আন্তর্জাতিক ডেস্ক: রবিবার ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এই ঘটনায় এ পর্যন্ত ৯৮ জন নিহতের খবর পাওয়া গেছে। এই ভূমিকম্পে শত-শত ঘরবাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এদিকে ভূমিকম্পের দুদিন পর লোম্বকের একটি মসজিদের ধ্বংসস্তুপ থেকে আজ মঙ্গলবার এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধারকারী সংস্থা এ কথা জানিয়েছে। 

জানা গেছে, ওই মসজিদটি লোম্বকের উত্তরাঞ্চলে অবস্থিত। সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে। 

উদ্ধারকারী সংস্থার কর্মকর্তার জানিয়েছেন, মঙ্গলবার মসজিদটির ধ্বংসস্তুপ থেকে একজনকে জীবিত উদ্ধার  করা হয়। 

তারা জানান, রবিবার ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর মসজিদটি ধ্বংসস্তুপে পরিণত হয়। সে সময় ৫০ জন মুসল্লি সেখানে নামাজ পড়ছিলেন। 

এদিকে ভূমিকম্পের পর বিমানবন্দর বন্ধ থাকায় কয়েকশ' পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে। 

সূত্র: নিউ ইয়র্ক টাইমস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে