আন্তর্জাতিক ডেস্ক: ১৬ বছরের তরুণ ব্লেক ওয়ার্ড। দুর্ঘটনায় পড়ে শারীরিক ক্ষমতা হারিয়েছেন তিনি। লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে হাসপাতালে। কিন্তু সেটা আর রাখা সম্ভব নয়।
ডাক্তাররা জানিয়েছেন, ব্লেক আর কখনোই সুস্থ হতে পারবে না। সুস্থ হবার কোনো সম্ভাবনা নেই। তাই লাইফসাপোর্টে রাখারও প্রয়োজন নেই।
পরিবারের সম্মতিতে লাইফ সাপোর্ট খুলে ফেলার প্রস্তুতি নিচ্ছেন ডাক্তাররা। এটি খুলে নিলেই মৃত্যুর কোলে ঢুলে পড়বে ব্লেক।
ব্লেকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ১৫ বছরের কিশোরী স্টেফনি রের। নিরুপায় স্টেফনি। প্রিয় মানুষটির মৃত্যু হবে চোখের সামনেই। কিন্তু কিছুই করার নেই।
তাই হাসপাতালের বিছানায় ব্লেককে শেষ বারের মতো আলিঙ্গন করে ভালবাসাকে বিদায় জানান স্টেফনি। তার শেষ আলিঙ্গনের পরই খুলে নেয়া হয় ব্লেকের লাইফ সাপোর্ট সিস্টেম।
ইংল্যান্ডের ওয়েলসের একটি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ব্লেক। কয়েকটি ফোটোগ্রাফ আর শেষ মুহূর্তের স্মৃতিটুকু সম্বল হয়ে রইল স্টেফানির।