আন্তর্জাতিক ডেস্ক: সেলফি। উঠতে সেলফি, বসতে সেলফি- জীবন এখন সেলফি-ময়। যেখানেই যাওয়া হোক না কেন সেলফি না তুললে যেন সব বৃথা মনে হয় অনেকেরই। এই রোগের ভয়াবহতা এতোটাই যে, কোনো কিছুকে পরোয়া করে না তারা। চলন্ত ট্রেনের সামনে হোক, অথবা উঁচু ভবনের চূড়ায় সেলফি তুলে নিজেকে জাহির করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকে। তবে সম্প্রতি এই রোগে আক্রান্ত দু'জনের একটি ভিডিও আলোচনায় এসেছে।
কী করেছেন তারা?
না, সেলফির জন্য জীবন ত্যাগ করেননি। তবে যা করেছেন, তা খুবই লজ্জাজনক। জনপ্রিয় একটি স্পটে সেলফি তোলার জন্য চুলাচুলি করেছেন তারা।
ঘটনাটি ঘটেছে ইতালির রোমে। বিখ্যাত ট্রেভি ঝরনার সামনে। প্রতিদিন হাজার হাজার পর্যটক এটি দর্শনের জন্য আসেন। সেলফি তোলেন। বুধবার রাতেও এর ব্যতিক্রম হয়নি। হাজার হাজার দর্শনার্থী ঝরনার সৌন্দর্য্য উপভোগ করতে আসেন। সেলফি তুলতে থাকেন।
এমসয় ১৯ বছর বয়সী ডাচ তরুণীর সাথে ইতালিয়ান-আমেরিকান ৪৪ বছর বয়সী এক নারীর কথা কাটাকাটি শুরু হয় সেলফি তোলা নিয়ে। দু'জনেই সেখানে সেলফি তুলতে চাচ্ছেন এবং কেউ কাউকে জায়গা দিতে রাজী হচ্ছেন না। এক পর্যায়ে সেটি হাতাহাতিতে রূপ নেয়। সবশেষে চুলাচুলি করতে থাকেন। তাদের কেউ থামাতেই পারছিলেন না।
পরে টহল পুলিশের দুটি দল এসে পরিস্থিতি সামলান। তবে ওই দুই নারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাদের ছেড়ে দেয়া হয়েছে। দু'জনেইর অবস্থায়ই ছিল গুরুতর। হাতে-মুখে রক্ত ঝরছিল।
প্রতিদিন হাজার হাজার পর্যটক ট্রেভি ঝরনার সৌন্দর্য্য উপভোগ করতে আসেন। তাদের এই চুলাচুলি দেখে আশপাশের মানুষ হতবাক হয়ে গিয়েছিলেন। এক সেলফির জন্য এমন কাণ্ড কেউ করতে পারেন!