রবিবার, ১২ আগস্ট, ২০১৮, ০১:২৫:৩১

'আমরা কখনো চাপের মুখে মাথা নত করিনি এবং ভবিষ্যতেও করব না'

'আমরা কখনো চাপের মুখে মাথা নত করিনি এবং ভবিষ্যতেও করব না'

আন্তর্জাতিক ডেস্ক:  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান আঙ্কারাতে এক ভাষণে বলেছেন, যারা চিন্তা করে যে, তুরস্কের ওপর উপহাসজনক নিষেধাজ্ঞা আরোপ করে পার পেয়ে যাবে তাদের আমাদের দেশ এবং আমাদের জাতি সম্পর্কে কোনো ধারণা নেই। আমার কখনো এরকম চাপের মুখে আমাদের মাথা নত করিনি এবং ভবিষ্যতেও করবো না।

এরদোগান বলেন, আমি আমার সরকারকে নির্দেশ দিয়েছি যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার তুরস্কে থাকা সম্পদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করতে যাদেরকে ‘যুক্তরাষ্ট্রের বিচার এবং অভ্যন্তরীণ মন্ত্রী’ বলে বর্ণনা দেয়া হচ্ছে। 

এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র যে ধরণের প্রদক্ষেপ নিচ্ছে তা দুই দেশের কৌশলগত মিত্রতার পক্ষে ক্ষতিকর। তুরস্কের দুই মন্ত্রী যাদের যুক্তরাষ্ট্রে কোনো সম্পদ নেই, তাদের বিরুদ্ধে এই ধরনের নিষেধাজ্ঞাকে মেনে নেয়া একেবারেই অসম্ভব। যুক্তরাষ্ট্র যাজক ব্রানসনের পক্ষে সাফাই গাইছে যাকে তিনি ফেতুল্লাহ এবং কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির সাথে যোগাযোগের দায়ে অভিযুক্ত এবং এই দুইটি সংগঠন তুরস্কে সন্ত্রাসী সংগঠন বলে বিবেচিত। 

এরদোগান বলেন, ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ করে সমস্যাকে আরো বাড়িয়ে দিয়েছেন এবং অন্যদিকে তিনি আঙ্গুরের স্বাদ যাতে উভয় পক্ষ নিতে পারে তার জন্য সহযোগী মনোভাব দেখাচ্ছেন। সবসময় সবখানে, আমরা রাজনীতির ‘জেতা জেতা’ পক্ষেই আছি থাকি’। আমরা আঙ্গুরের স্বাদ আস্বাদনের জন্য সকল প্রকার সহোযোগিতা করার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমরা তাদেরকে সুযোগ দেব না যাদের উদ্দেশ্য হচ্ছে আঙ্গুর গাছের বেড়ে উঠায় হস্তক্ষেপ করা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে