আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভার সাবেক স্পিকার ও প্রবীণ কমিউনিস্ট নেতা সোমনাথ চ্যাটার্জি মারা গেছেন। আজ সোমবার সকালে কলকাতায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
জানা গেছে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আজ সোমবার সকালে মারা যান সাবেক এই স্পিকার।
তিনি কয়েকদিন আগে কিডনির জটিলতা নিয়ে সোমনাথ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল রবিবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর অবস্থার অবনতি হতে থাকে।
উল্লেখ্য, ১০ বার ভারতের লোকসভার সদস্য ছিলেন সোমনাথ চ্যাটার্জি। তিনি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লোকসভার স্পিকারের দায়িত্ব পালন করেন। ওই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ড. মনমোহন সিং।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর