আন্তর্জাতিক ডেস্ক: কাবা শরীফে নামাজ আদায়ের পর কাবা শরীফের সম্মানে আশেপাশের এলাকাতেও খালি পায়ে হাঁটছিলেন এক নারী। কিন্তু আবহাওয়া উষ্ণ থাকার ফলে বেশ বিপাকে পড়ে যান তিনি। বাধ্য হয়ে মোটা কাগজ দুইভাগ করে অনেকটা স্যান্ডেলের মতো বানিয়ে হাঁটাচলা করছিলেন।
বিষয়টি নজরে আসে সৌদি আরবের পুলিশের এক সদস্যের। তাৎক্ষণিকভাবে বয়স্ক ওই নারীর দিকে এগিয়ে যান তিনি। নিজের পা থেকে জুতাজোড়া খুলে ওই হজযাত্রীর পায়ে পরিয়ে দেন তিনি।
সেই সময়ের দৃশ্য ধারণ করে আল আরাবিয়্যাহ ইংরেজি ভার্সনে আপলোডের পর চারিদিক থেকে প্রশংসা শুরু হয়। সৌদি পুলিশের ওই সদস্যের জন্য অনেকেই দোয়া করেছেন। পাশাপাশি প্রশংসায় ভাসছে সৌদি পুলিশ।