আন্তর্জাতিক ডেস্ক: ব্যস্ত রাস্তা, শো শো করে গাড়ি চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে হঠাৎ আকাশ থেকে নেমে আসছে একটি বিমান! ভাবুন তো, তখন কী হবে? দুর্ঘটনার আশঙ্কায় আপনার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হবে নিশ্চয়ই।
একই অবস্থা হয়েছিল এরিক ও ব্রান্ডি দম্পতির। যখন তারা চোখের সামনে একটি ছোট্ট বিমানকে হঠাৎ ব্যস্ত রাস্তায় নেমে যেতে দেখলেন। শ্বাসরুদ্ধকর সেই মুহূর্তটুকু কখনো ভুলবেন না তারা।
ঘটনাটি ঘটে শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান লেনড্রতে।
গাড়িতে চেপে যাচ্ছিলেন এরিক-ব্রান্ডি দম্পতি। হঠাৎ তারা দেখতে পেলেন, আকাশ থেকে একটি বিমান ধীরে ধীরে ব্যস্ত রাস্তায় অবতরণ করতে যাচ্ছে। কিন্তু একের পর গাড়ি যাওয়ায় বিমানটি নামতে পারছে না। সেটি অপেক্ষা করছে, প্রয়োজনীয় জায়গার জন্য। গাড়িগুলো নিদিষ্ট দুরত্বে সরে যেতেই বিমানটি ধীরে ধীরে রাস্তার পাশের খালি জায়গাটিতে নেমে পড়ে।
এ সময় জরুরি সেবাকেন্দ্র ৯১১ ফোন দেন এই দম্পতি। ঘটনাস্থলে দ্রুতই পৌঁছে যায় তারা। বিমানটি নিরাপদে অবতরণ করার পর সেটিকে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এ ঘটনায় কেউ আহত হননি।
এই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ওই দম্পতি বলেন, 'বিমানটি যখন অবতরণ করছিল, আমরা শুধু প্রার্থনা করছিলাম। বিমানের পাইলট রাস্তায় গাড়ি সরে যাওয়ার অপেক্ষা করছিল। গাড়িগুলো সরে যেতেই বিমানটি রাস্তার পাশের খালি জায়গায় অবতরণ করে পাইলট।
পরে জানা যায়, বিমানটির ফুয়েল শেষ হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সেটি দ্রুত অবতরণ করেন পাইলট।
পুরো ঘটনাটির ছবি ক্যামেরাবন্দি করেন এরিক-ব্রান্ডি দম্পতি।