সোমবার, ২০ আগস্ট, ২০১৮, ০৩:৩০:৪৫

জানেন কী, ‌একবার বাজপেয়ীকে কামড়ে দিয়েছিল প্রণব মুখার্জির বাড়ির কুকুর!‌

জানেন কী, ‌একবার বাজপেয়ীকে কামড়ে দিয়েছিল প্রণব মুখার্জির বাড়ির কুকুর!‌

আন্তর্জাতিক ডেস্ক: প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এখনও শোকগ্রস্ত গোটা দেশ। তাঁর সম্পর্কে অনেকেই পুরনো অনেক কথা জানিয়েছেন। ‌এর মধ্যেই বাজপেয়ীজিকে নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। 

নিজের ছোটবেলার এক কথা জানিয়েছেন তিনি, যেখানে বাজপেয়ীকে কামড়ে দিয়েছিল প্রণব মুখার্জির বাড়ির কুকুর। প্র‌য়াত প্রধানমন্ত্রীকে টুইট করে শেষ শ্রদ্ধা জানান। পাশাপাশি পুরনো ওই ঘটনার কথাও বলেন। লেখেন, '‌একবার প্রাতঃভ্রমণের সময় বাজপেয়ীজিকে আমাদের বাড়ির পোষা কুকুর '‌ডাকু' কামড়ে দিয়েছিল। 

এটা শুনে আমার মা তাঁকে দেখতে ছুটে গিয়েছিলেন। কিন্তু তিনি কিছু মনে করেননি। উল্টে হেসে ব্যাপারটি উড়িয়ে দেন। পাশাপাশি কিছু শাকসবজিও পাঠিয়ে দিয়েছিলেন।‌' এর সঙ্গেই তিনি যোগ করেন, '‌বাজপেয়ীজির সঙ্গে আমাদের পরিবারের খুব সখ্যতা ছিল। পাশাপাশি থাকার কারণে দুই বাড়িতে খাবার আদান-প্রদান হত।

খুবই ভাল স্মৃতি ছিল। বাজপেয়ীজির মৃত্যু আসলে একটি যুগের অবসান।'‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে