আন্তর্জাতিক ডেস্ক: ভারি বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের মক্কা নগরীতে বন্যা হতে পারে বলে জানিয়েছে সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ। ছবি-সংগৃহীত
মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের মক্কা নগরীতে বন্যা হতে পারে।
সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আল আখবারিয়া টিভি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মক্কা, মিনা ও আরাফাতে বৈরী আবহাওয়া রোববার রাতভর চলতে পারে। মিনায় অবস্থান নেয়া প্রায় ২০ লাখ হজযাত্রী অবস্থান নিয়েছেন। এর মধ্যেই বৃষ্টিপাত হচ্ছে।
সোমবার ভোর নাগাদ হজযাত্রীরা আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন। তবে কোনো ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়নি।
সংবাদমাধ্যম আল আরাবিয়ার স্থিরচিত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওচিত্রে দেখা যায়, রোববার রাতে ঝড়ো আবহাওয়ার কারণে পবিত্র কাবার কিসওয়া (আরবি হরফে খোদিত কাপড়) সরিয়ে নেয়া হচ্ছে।
হজ মৌসুমে জোরালো নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়ে ব্যবস্থাপনার কাজ করে সৌদি কর্তৃপক্ষ, যাতে হজযাত্রীদের কোনো অসুবিধা না হয়।