সোমবার, ২০ আগস্ট, ২০১৮, ০৬:৫৯:৫০

জুমার নামাজের জন্য এবার নারী ইমাম নিয়োগ

জুমার নামাজের জন্য এবার নারী ইমাম নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক:  ইসলাম ধর্ম অনুযায়ী কোনো নারী নামাজে ইমামতি করতে পারেন না। কোরআন-হাদিসের দৃষ্টিতে ইমামতি করার পূর্বশর্ত হচ্ছে পুরুষ হওয়া। কিন্তু যুক্তরাজ্যে জুমার নামাজের ইমাম হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ইন্ডিপেন্ডেন্ট ইউকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার ১০০ লোকের জামাতে রাহেল রাজা নামের এক কানাডিয়ান লেখিকা এ ইমামতি করেন। এই জামাতের আয়োজক ড. তাজ হারজির মতে, জামাতে নারী ও পুরুষের একসঙ্গে প্রার্থনা করা উচিত। যেখানে ইমামতি করবেন একজন নারী। এরকম হলে নারী-পুরুষের বৈষম্য কমে আসবে। 

রাহেল রাজা এ প্রসঙ্গে জানান, এটি তার জীবনের একটি গভীর অভিজ্ঞতা। এর আগে ২০০৮ সালে আমেরিকায় আমিনা ওয়াদুদ নামে একজন নারী জামাতে নামাজ পড়ানোর নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ৪০ জনেরও কম লোকের একটি জামাতে নামাজ পড়ান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে