আন্তর্জাতিক ডেস্ক: কেরালা রাজ্যে হঠাৎ বন্যায় প্রাণহানী হয়েছে এপর্যন্ত অনেকের। রাজ্যটিতে সরকারের ত্রাণ তৎপরতার পাশাপাশি উদ্ধারকাজে এগিয়ে এসেছেন স্থানীয় জেলেরাও। এবার বন্যার পানিতে হাঁটু গেড়ে উবু হয়ে দাঁড়িয়ে নৌকায় নারীদের পারাপারের সিড়ি তৈরি করে দিয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন এক জেলে।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লাইফবোটে নারীদের পারাপারের জন্য নিজের পিঠ পেতে দিয়েছেন জ্যাসওয়াল কেপি নামের এক জেলে। কেরালার মাল্লাপুরাম নামের গ্রামে ঘটেছে বিরল এই ঘটনা।
ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই ৩২ বছর বয়সী এই জেলের প্রশংসা করছেন সবাই। প্রতিকূল মুহূর্তে তার উপস্থিত বুদ্ধি এবং মানবিকতার গুণগান এখন সবার মুখে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যাসওয়াল জানান, উদ্ধারকাজের সময় দুজন বৃদ্ধা এবং সন্তানসহ এক নারীকে তিনি নৌকায় উঠতে গিয়ে বাধার মুখে পড়তে দেখেন। দ্বিতীয়বার না ভেবে সঙ্গে সঙ্গেই উবু হয়ে নারীদের নৌকায় ওঠার পথ তৈরি করে দেন তিনি।
ভারতের ন্যাশনাল ডিজাজস্টার রেসপন্স ফোর্স জ্যাসওয়ালের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। জ্যাসওয়ালকে অনেকেই অভিহিত করছেন জাতীয় বীর হিসেবে।