বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮, ১২:১৬:৫৮

এক গরীব ক্ষুধার্ত শিশুকে বুকের দুধ খাওয়ালেন টহলরত পুলিশ, পেলেন...

এক গরীব ক্ষুধার্ত শিশুকে বুকের দুধ খাওয়ালেন টহলরত পুলিশ, পেলেন...

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার পুলিশ কর্মকর্তা সেলেস্তে জ্যাকুলিন আয়ালা ডিউটি করছিলেন এক শিশু হাসপাতালের বাইরে। রাতে সেখানে এক গরীব শিশুকে আনা হয়। শিশুটি অপুষ্টিতে ভুগছিল। খিদের জ্বালায় তাকে কাঁদতে দেখে নিজেই কোলে নিয়ে বুকের দুধ খাইয়েছিলেন। মানবিক দায়িত্ব পালন করার জন্য চাকরিতে তার উন্নতিও হয়েছে।

আয়ালা যখন শিশুটিকে বুকের দুধ খাওয়াচ্ছেন, সেখান দিয়ে যাচ্ছিলেন মার্কোস হেরেডিয়া নামে এক ব্যক্তি। তিনি মোবাইলে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। এখনও পর্যন্ত ছবিটি এক লাখের বেশি শেয়ার হয়েছে। কয়েকশ মন্তব্য করা হয়েছে। 

বুয়েন্স আয়ার্স ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান রোটোন্ড পর্যন্ত ওই ছবিটি দেখেছেন। তিনি আয়ালার 'স্বতঃস্ফূর্ত ভালোবাসার প্রকাশ' দেখে তাকে পুলিশ অফিসার থেকে সার্জেন্টের পদে প্রমোশন দিয়েছেন।

ভাইস প্রেসিডেন্ট ফেসবুকে লিখেছেন, আমি আয়ালাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ দিলাম। তার স্বতঃস্ফূর্ত ভালোবাসা এক ক্ষুধার্ত শিশুর কান্না থামিয়েছে।

আয়ালা নিজে বলেছেন, শিশুটিকে দেখে আমার মন দুঃখে ভরে গিয়েছিল। শিশুরা যাতে ভালো থাকে সেদিকে সকলেরই নজর রাখা উচিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে