শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮, ০৩:৩৮:১৬

ম্যানহোলের ঢাকনা সরতেই বেরিয়ে এলেন খুনের মামলার আসামি!

  ম্যানহোলের ঢাকনা সরতেই বেরিয়ে এলেন খুনের মামলার আসামি!

আন্তর্জাতিক ডেস্ক:  ম্যানহোলে প্রায় সাড়ে তিন ঘণ্টা লুকিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি এক বন্দির। পুলিশের বুটের বেখেয়ালি ধাক্কায় ম্যানহোলের টিনের ঢাকনা সরে যেতেই ধরা পড়ে যান বন্দি আসামি।

গত বুধবার ভারতের আলীপুর কারাগারে এ ঘটনাটি ঘটেছে। জেল সূত্রের খবর, বুধবার বিকাল সাড়ে ৫টা থেকে অর্ঘ্য মণ্ডল নামে এক খুনের মামলার আসামিকে পাওয়া যাচ্ছিল না। মাত্র চার দিন আগে এ আসামিকে নিয়ে আসা হয়েছিল আলীপুর কারাগারে।

কারারক্ষীরা জেলের আনাচে-কানাচে তাকে খোঁজা শুরু করেন। একসময় তাদের সঙ্গে যোগ দেন আলীপুরের ডিআইজি বিপ্লব দাস ও জেল সুপার শুভেন্দু ঘোষ। রাত সাড়ে ৮টা পর্যন্ত চিরুণি অভিযান দিয়েও যখন তারা অর্ঘ্যের এ রহস্যময় হাওয়া হয়ে যাওয়ার কূলকিনারা করতে পারছিলেন না, ঠিক এ সময় একজন পুলিশের বুটের ধাক্কায় সরে পড়ে একটি পরিত্যক্ত ম্যানহোলের টিনের ঢাকনা।

তারা তখন ম্যানহোলে টর্চের আলো ফেলে দেখেন ভেতরে জবুথবু হয়ে বসে আছেন অর্ঘ্য মণ্ডল। পুলিশি জেরায় অর্ঘ্য জানান, ম্যানহোলটিতে লুকিয়ে থাকার বুদ্ধি তাকে এক বন্দি দিয়েছে। রাত ১২টার পর তারা একসঙ্গে পালাবে বলে পরিকল্পনা এঁটেছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে